ফাইল ছবি
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নানা ধরনের কাজ করছে। এর মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার, ছাত্রদের ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা, তাদের সঙ্গে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা, থানার কার্যক্রমগুলো শুরু করতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশকে সহযোগিতা করছে তারা।
সোমবার (১২ আগস্ট) র্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, আনসার এবং বিজিবি’র সহায়তায় জয়েন্ট প্যাট্রলিং পরিচালনা করছে তারা। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন স্থানে ছাত্রদের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছাত্রদের সঙ্গে সমন্বয় করে সারাদেশে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুটকৃত/হারানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম পরিচলনা করছে র্যাব।
এসব কার্যক্রম ছাড়াও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং দেশের বিভিন্ন থানা ও পুলিশের ইউনিট সমূহের কার্যক্রম শুরু করতে সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করছেন তারা। সূএ: ঢাকা মেইল ডটকম