রোমান্টিক সিনেমার প্রিয়মুখ অভিনেত্রী পূর্ণিমা বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। তবে দীর্ঘদিন রুপালি পর্দায় তার উপস্থিতি নেই। সুখবর হলো ‘জ্যাম’ ও ‘গাংচিল’ নামের দুটি সিনেমা নিয়ে দর্শকদের মাঝে ফিরছেন পূর্ণিমা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাংচিল’ নামের সিনেমাটিতে এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করছেন পূর্ণিমা। তার বিপরীতে সাংবাদিকের চরিত্রে রয়েছেন ফেরদৌস।
এরই মধ্যে ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। বর্তমানে এফডিসিতে চলছে এর আইটেম গানের শুটিং। সেখানে অংশ নিতে দেখা গেছে পূর্ণিমাকে। তার সঙ্গে আছেন অভিনেতা রাশেদ মামুন অপু।
গানের শুটিংয়ের কিছু ছবিতে দেখা গেল একসঙ্গে কোমর দুলাচ্ছেন পূর্ণিমা ও অপু। বেশ দৃষ্টিনন্দন সেট তৈরি করে ছবির আইটেম গানের দৃশ্যধারণ করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও রয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।