ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্প থেকে নুর হাকিম নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনর রশীদ। গ্রেফতারকৃত নুর হাকিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এ/৪০ ব্লকের তজমিরের ছেলে এবং আরসার সক্রিয় সদস্য।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনর রশীদ জানান, বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের নতুন রাস্তার মাথা এলাকা থেকে নুর হাকিমকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।