ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে হাসপাতালে ভর্তি ৯ হাজার ডেঙ্গুরোগীর প্রায় ৪০-৫০ হাজার ব্যাগ স্যালাইন লাগে। দেশে স্যালাইনের উৎপাদন ক্ষমতা এক লাখের বেশি। এতে সংকট হওয়ার কথা না। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সুবিধা নেয়ার জন্য স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে। এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপও নিয়েছি।
আজ মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমের দিকে। তবে ঢাকার বাইরে এখনো কিছুটা বাড়তি। আক্রান্তদের চিকিৎসার সব ব্যবস্থা করেছি। বর্তমানে চিকিৎসায় কোনো ঘাটতি নেই।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্যালাইনের সংকট নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দিয়েছে। এরমধ্যে প্রায় তিন লাখ ব্যাগ চলে এসেছে। প্রতিদিন আমরা ৪০-৫০ হাজার ব্যাগ স্যালাইন গ্রহণ করছি।
জাহিদ মালেক বলেছেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরীক্ষামূলকভাবে ডেঙ্গু রোগের টিকা তৈরি করেছে। তারা বলছে টিকাটি বেশ কার্যকর। আমাদের আরো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পরীক্ষা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে সেই টিকাকে আমরা দেশে ব্যবহার করতে পারবো। সূএ: ডেইলি-বাংলাদেশ