চাঁদপুরের ইচুলীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০৮ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এই মাদক পণ্যের আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।
আজ(২৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।
মাশহাদ উদ্দিন বলেন, ইয়াবাগুলো পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মাদক দ্রব্যটি আগুনে পুড়িয়ে ফেলা হয়। আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।