ছবি: সংগৃহীত
দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’। সেই আনন্দে চুটিয়ে বর্তমানে সৈকতে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার একটি বিশেষ ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
নিজের ইনস্টাগ্রামে সৈকতের একটি ভিডিও প্রকাশ করেছেন শোলাঙ্কি। সেই ভিডিওতে তার সঙ্গে রয়েছে অভিনেত্রীর প্রিয় পোষ্য ‘পুটু’।
ক্যাপশনে তিনি লিখেছেন, গত কয়েকটা মাস খুবই ব্যস্ততায় কেটেছে। অবশেষে আমরা সময় পেলাম সমুদ্রের পাশে বসে একটু সুন্দর সময় কাটানোর। আর ইনি তো প্রথম বার সমুদ্র দর্শন করে খুব খুশি। খুবই উত্তেজিত।
মুহূর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। রীতিমতো মন্তব্যের ঝড় উঠে শোলাঙ্কির কমেন্টবক্সে।
ভিডিওতে দেখা গেছে, সূর্য অস্ত যাচ্ছে। দিগন্ত বিস্তৃত সমুদ্র। ঢেউ এসে আছড়ে পড়ছে সৈকতের পাড়ে। সেখানেই ছুটে বেড়াচ্ছেন শোলাঙ্কি ও তার পোষ্য ‘পুটু’।
টিভি সিরিয়াল ‘ইচ্ছেনদী’, ‘গাঁটছড়া’তে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান শোলাঙ্কি রায়। বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করতে চান। তবে ধীরে ধীরে পা ফেলায় বিশ্বাসী তিনি।
কাজের ব্যাপারে তাড়াহুড়ো একদমই পছন্দ নয় শোলাঙ্কির। তাই খুব বেছে বেছে কাজ করেন তিনি। একটা কাজ শেষ হওয়ার পর বেশ সময় নিয়ে আরেকটা কাজ শুরু করেন এই অভিনেত্রী। সূএ: ডেইলি-বাংলাদেশ