ছবি: সংগৃহীত
অবিশ্বাস্য দ্রুতগতিতে প্যাকেটজাত ফলের রস পান করে বিশ্বরেকর্ড গড়লেন ফয়াজ নাজ নামে এক ভারতীয় যুবক। নাম লেখালেন গিনেস বুকে। একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী তিনি।
ফয়াজ চোখের পলক ফেলার আগেই প্যাকেটজাত ফলের রস পান করেন। এর আগে ১১.৮৬ সেকেন্ডে রস পান করেছিলেন তিনি। যদিও জার্মান আন্দ্রে অরটল্ফ ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন। কিন্তু এবার তাকে হারিয়ে দিলেন ভারতীয় যুবক। মাত্র ৮.০২ সেকেন্ডে এক প্যাকেট ফলের রস পান করেছেন তিনি। এই প্রথম ১০ সেকেন্ডেরও কম সময়ে ফলের রস পানের রেকর্ড করলেন কেউ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের বেশকিছু শর্ত রয়েছে ফলের রস পান করার এ রেকর্ডের ক্ষেত্রে। যেমন- একটি টেবিলের উপর জুসের প্যাকেট রেখে দুই হাত ব্যবহার করে রস পান করতে হবে। সেসব শর্ত পূরণ করেছেন ফয়াজ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ফয়াজের রেকর্ডের ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছে, যা রীতিমতো ভাইরাল।
নানা আজব কাণ্ড করা ফয়াজ আরো তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী। সূএ:ডেইলি-বাংলাদেশ