ছবি সংগৃহীত
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন সাকিব আল হাসান। এবার চলমান ভারত সফরের দ্বিতীয় টেস্টের আগে একেবারে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে, এমনটাই জানিয়েছেন তিনি। সাদা পোশাকে ক্যারিয়ারের ইতি টানবেন অক্টোবরেই ঘরের মাটিতে।
চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি।
একই সঙ্গে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এসব জানিয়েছেন সাকিব।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যেটা মনে হয়েছে, সামনের হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে৷ এভাবে ফারুক ভাই ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে৷ মিরপুর টেস্ট (অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) হবে আমার শেষ টেস্ট৷ বিশেষ করে টেস্টে। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি ৷ দেশ থেকে যেন নিরাপদে বের হতে পারি।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল ২০০৬ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। এরপর দেশের মাটিতে একই সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু তাঁর। এরপর দেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ৯টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন ৫টি।
বিস্তারিত আসছে…
সূএ:ঢাকা মেইল ডটকম