অপছন্দের ব্যক্তিকে ফেসবুকের মতোই ব্লক করে রাখা যায়। যদিও তবে ব্লক না করেও এড়িয়ে যাওয়া যায় তাকে। মিউট কনভারসেশন ফিচারটি মাধ্যমে এই কাজটি করা যায়। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের যে কোনও গ্রুপ বা কোনও ব্যক্তির চ্যাট মিউট করতে পারবেন।
মিউট কনভারসেশনের সুবিধা কী?
এটি মূলত এমন একটি ফিচার যার মাধ্যমে কোনও একটি চ্যাটকে মিউট করতে পারেন। এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেই ব্যক্তি বা গ্রুপকে মিউট করে রাখতে পারবেন। এর ফলে ওই ব্যক্তি বা ওই গ্রুপে কোনও চ্যাট আদানপ্রদান হলে কোনও নোটিফিকেশন আসবে না। কারণ পুরো চ্যাট থাকবে মিউট অবস্থায়। ব্লক করার প্রয়োজন নেই সেই গ্রুপ বা ব্যক্তিকে।
কোনও সিঙ্গেল চ্যাট বা গ্রুপ চ্যাট মিউট করবেন কীভাবে?
খুব সহজেই চ্যাট মিউট করতে পারবেন। এর জন্য খুব সহজেই কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে।
স্টেপ ১– প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্টেপ ২-এরপর যে কনভারসেশন বা যে গ্রুপটি মিউট করতে চাইছেন তার উপর লং প্রেস করুন।
স্টেপ ৩-লং প্রেস করার পর একাধিক অপশন দেখা যাবে। তার মধ্যে রয়েছে মিউট নোটিফিকেশন অপশন।
স্টেপ ৪– ওই অপশনের উপর ক্লিক করুন।
ক্লিক করার পর দেখা যাবে তার উপর কত সময়ের জন্য মিউট করতে চাইছেন। সেই নির্দিষ্ট সময় সেট করার পর কনভারসেশন মিউট হয়ে যাবে।