রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অন্যান্য সব দেশেই দ্রব্যমূল্য ৬০ শতাংশ বেড়েছে। বাংলাদেশে সে তুলনায় কমই বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, যেসব অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্য বেড়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় ‘গণমাধ্যমের হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন নানা কথা বলছেন। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে টাকা পাচার করতো। তাদের মুখে এসব কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বইটির লেখক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে বিএসসি অনার্স এবং ২০১৫ সালের মাস্টার্স শেষ করে ফ্রিল্যান্স সাংবাদিকতা ও ব্র্যান্ডিং এ মনোনিবেশ করেন। ১৯৯২ সালের ৮ ডিসেম্বর ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই কৃষিবিদ বর্তমানে “ব্রান্ডমার্ক এডভার্টাইজিং এন্ড পাবলিক রিলেশন” এর স্বত্বাধিকারী। তিনি ফ্রীলান্স সাংবাদিক ও মিডিয়া কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন। ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইটি প্রকাশিত হচ্ছে আল-হামরা প্রকাশনী থেকে। বইটি বইমেলায় ৫৭৯ নম্বর স্টলে পাওয়া যাবে।