দেশের উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম.বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে আসে।’
‘এদেশ ১৭ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধিশালী দেশ ও সমৃদ্ধিশালী জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে’ বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাছিম এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে। স্বাধীনতার মাসেও তাদের পরাধীনতার চক্রান্ত থেমে নেই। বিদেশী প্রভুরা জোর করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভেবে তারা বিদেশী প্রভুদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, দূতাবাসে ধরণা দিচ্ছে। তারা বিদেশি প্রভুর মাধ্যমে ক্ষমতায় বসতে চায়।
নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা জনগণের স্বার্থ, দেশের স্বার্থ না ভেবে বিদেশি প্রভুদের কাছে ধরণা দেয়, অপপ্রচার চালায়, দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানিত করে। তাদের ওপর জনগণ আস্থা হারানোয় তারাও জনগণের ওপর আস্থা রাখে না। জনগণের আস্থা কখনো পাবে না বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এরা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, এরা ‘হ্যাঁ’ ‘না’ ভোটের মাধ্যমে একশ শতাংশের ওপর ভোট কাস্ট করে রেকর্ড সৃষ্টি করেছিল। এরাই আবার বড় বড় কথা বলে। ভূতের মুখে যেমন রাম নাম শোভা পায় না তেমনি এ অপশক্তির মুখে গণতন্ত্রের কথা মানায় না।
বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত একসময় যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সন্ত্রাসের রাজত্ব গডফাদারদের রাজত্ব কায়েম করেছে, জনগণ তা ভুলে যায়নি। ৩০ লাখ শহীদের রক্তের মর্যাদা ও সম্মান যাদের কাছে নেই, ২ লাখ মা-বোনের ইজ্জতের মূল্য যাদের কাছে নেই, সেই বিএনপি বাংলাদেশবিরোধী অপশক্তিতে পরিণত হয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়।
‘বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে, লালন পালন করে। তারা লবিস্ট নিয়োগ করে, পিআর ফার্ম নিয়োগ করে বাংলাদেশবিরোধী অপপ্রচার করে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন অগ্রগতি তারা থামিয়ে দিতে চায়।’ বলেন কৃষিবিদ আ. ফ. ম.বাহাউদ্দিন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করে দিতে চায়। এরা বাংলাদেশের মানুষের মাঝে সম্প্রীতি নষ্ট করে পাকিস্তানি তালেবানি শাসন কায়েম করতে চায়। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে। নিজেদের স্বার্থ ও এক গোষ্ঠীর স্বার্থে যারা রাজনীতি করে তাদের মোকাবেলা করা ঐক্যবদ্ধ আওয়ামী লীগের জন্য কঠিন কিছুই নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আজ বাংলাদেশ বিশ্বে এক রোল মডেল, বাংলাদেশে এখন আর ক্ষুধা বা দারিদ্র্যযুক্ত দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটাই হলো শেখ হাসিনার রাজনীতি। এ রাজনীতির কারণে বাংলাদেশ আজ ঘুরে দাড়িয়েছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে আসে, কীভাবে এত অল্প সময়ে একটা দেশ এত উন্নত হতে পারে সেটা জানতে চায়।
নাছিম বলেন, ‘আমাদের দক্ষতা, আমাদের সততা, আমাদের সাহসিকতা আমাদের বলিষ্ঠ করবে। বিএনপি-জামায়াতের অপশক্তিকে মোকাবেলা করার জন্য জনগণই যথেষ্ট, আমাদের কোনো বিদেশী প্রভুর প্রয়োজন নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হতে চাই। বিএনপির অপরাজনীতিকে চিরতরে বিদায় করতে চাই।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম রব্বানী চিনু প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।