-এ কে সরকার শাওন
কখনো সজনী কখনো নীলা
কখনো মৌ কখনোবা হিয়া।
কখনো উর্বশী কখনো শিলা,
কখনো মানসী কখনোবা প্রিয়া।
যে নামেই ডাকাডাকি
আসলে সে কে?
ঘুরে ফিরে আসে বারে বারে,
জীবন নদীর প্রতি বাঁকে বাঁকে!
সে কি রক্ত-মাংসের মানবী!
নাকি কল্পিত অশরীরী।
কিম্ভুত কিমাকার,
নাকি ডানা কাটা পরী!
আমিই কি জানি!
কে সেই হৃদয়েশ্বরী?
মন ছুয়ে যাওয়া,
মনোরাজ্যের সেই অপ্সরী!
কেউ বলে আবাস তাঁর
চূড়ামনকাঠি অথবা চান্দা।
কেউ করে অনুমান
হিলি বা হাতিবান্দা।
পতেঙ্গাতে বলে কেউ কেউ
অন্যরা বলে নাটোরে।
কেউ কেউ বলে চকোরীতে
কিংবা চিরির বন্দরে।
সে আছে স্বস্থানে
তাঁর প্রিয় প্রান্তরে,
আমি বলি তনু-মনে
মিশে আছে এই অন্তরে!
২২ মে ২০১৯
শাওনাজ, উত্তরখান, ঢাকা।