চতুর্দিকে ময়লা-আবর্জনা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ রান্নাঘরের। ভেজাল মশলা দিয়ে তৈরি হচ্ছে খাবার। এসব অপরাধে রাজধানীর বারিধারার নানু’স ফুড ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বারিধারা-বসুন্ধরা এলাকার নানুস ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এমন দৃশ্য দেখতে পান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তনু চৌধুরী।
বিএফএসএর পক্ষ থেকে জানানো হয়, বারিধারার অ্যাপোলো হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নানু’স ফুড ফ্যাক্টরির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। যেখানে ময়লা-আবর্জনা রাখা হয়েছে।
এছাড়া লেবেলহীন কিছু ভেজাল মশলার প্যাকেট পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জাগোনিউজ