পিছিয়ে যেতে পারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এ সিদ্ধান্ত আসছে।
রোববার বেলা ১১টায় রাজধানীর বনানীতে এরশাদের অফিসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা। এ সভায় দলের কাউন্সিল নিয়ে সিদ্ধান্ত হবে। দলের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানায়।
জানা গেছে, ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু যথাসময়ে কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নেই দলের। এখনো দেশের সবকটি জেলা উপজেলা কাউন্সিল করা যায়নি। অর্থের সঙ্কটও রয়েছে।
তারমধ্যে এরিককে নিয়ে তার মা বিদিশা এরশাদের সঙ্গে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের লড়াই, শহীদ নূর হোসেন ইস্যুতে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সঙ্গে প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশিদের বিরোধে টালমাটাল জাতীয় পার্টি। তা ছাড়া দলের মধ্যে নেতায় নেতায় কোন্দল তো আছেই। সব মিলিয়ে ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল করা সম্ভব নয় বলে মনে করেন দলটির একাধিক সিনিয়র নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক প্রেসিডিয়াম সদস্য জানান, বর্তমানে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি যেভাবে অভ্যন্তরীণ সমস্যা ও সঙ্কটে রয়েছে তাতে শেষ পর্যন্ত দলের জাতীয় কাউন্সিল নাও হতে পারে। কারণ দলের বড় একটি অংশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দেখতে চান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী বেগম রওশন এরশাদকে। এ নিয়ে দলের মধ্যে বিরোধ তুঙ্গে। কারণ তারা মনে করেন, এইচ এম এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দল পরিচালনায় ব্যর্থ হয়েছেন। বরং তার নেতৃত্বে জাতীয় পার্টি করতেও চান না অনেক শীর্ষ পর্যায়ের নেতা। এসব কারণে পার্টিতে একক নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছেন না জিএম কাদের।
জানা গেছে, জাতীয় পার্টির আজকের প্রেসিডিয়াম সভায় বিদিশা ও রাঙ্গা ইস্যুতে ঝড় উঠতে পারে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের।