ঝিনাইদহে ইয়াবাসহ সিপাহী বাংলাদেশ (৪৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার রামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিপাহী বাংলাদেশ নামের ওই ব্যক্তি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মৃত আঈজ উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিপাহীকে আটক করা হয়। তার কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।