এ কে সোহেল, পিরোজপুর প্রতিনিধি :কিশোর গ্যাং বন্ধে অভিযান শুরু করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় বখাটের উৎপাত, কিশোর গ্যাং কালচার বন্ধ এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান অব্যহত থাকবে বলে জানান ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান। অভিযানকালে প্রথমি দিনে ভান্ডারিয়া থানা পার্কে ১০ জন এবং ভান্ডারিয়া রিজার্ভ পুকুরপাড়ে ৭ জন ছাত্র পান। দ্বিতীয় দিন মঙ্গলবার অভিযান পরিচালনাকালীন ভান্ডারিয়া কলেজ মোড় হইত ৬ জন এবং ভান্ডারিয়া মঞ্জু মার্কেট হইতে ৪ জন ছাত্রদের অভিযানের সময় পাইলে পরবর্তীতে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, কিশোর গ্যাং’ এর নামে সারা দেশে কিশোরদের একটি অংশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। দলবেঁধে মাদক সেবন করার পাশাপাশি পাড়া-মহল¬ায় নারীদের উত্ত্যক্ত করা থেকে শুরুকরে চুরি-ছিনতাই-খুন তাদের কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। আধিপত্য বিস্তার আর কথিত ‘হিরোইজম’ দেখাতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধে জড়ায় তারা। এই বিদ্যমান পরিস্থিতিতে ভান্ডারিয়ায় যাতে কোন কিশোর গ্যাং কালচার গড়ে উঠতে না পারে এজন্য অভিযান অব্যহত থাকবে।
সড়ক দূর্ঘটনায় ভান্ডারিয়ার মোটর সাইকেল চালক রাজাপুরে নিহত
এ কে সোহেল, পিরোজপুর প্রতিনিধি :
ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা আঃ রাজ্জাক সরদার ঝালকাঠির রাজাপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। রাজ্জাক ভান্ডরিয়া উপজেলা সদরের আব্দুল গনি সরদারের পুত্র।
মঙ্গলবার রাত পৌনে আটটায় ঝালকাঠি-ভান্ডারীয়া মহাসড়কের রাজাপুর উপজেলার কৈবর্তখালীর গাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিবহন চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ্জাক মটর সাইকেল চালিয়ে রাজাপুর থেকে ভান্ডারিয়া বাড়ি ফিরছিলেন। এসময় একদিকে স্যালো ইঞ্জিন চালিত টেম্পু অতিক্রম করতে গেলে মোটর সাইকেলটি বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রাফিন- সাফিন এর বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হন। রাজাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ছাড়া টেম্পু চালক সাইফুল আহত হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।