নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে মাদকসহ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে আটক করে।
ওই সময় দুলালসহ ৬ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির পরিদর্শক এনামুল হক।
এনামুল হক বলেন, কাউন্সিলর দুলাল প্রধানের বিরুদ্ধে মাদক ব্যবসা, ভূমিদস্যুতাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করা হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। ঘটনার তদন্ত চলছে।
ডিবির একটি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধানসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ফেনসিডিল ও মাদকদ্রব্য পাওয়া গেছে।
এর আগে কাউন্সিলর দুলাল প্রধানের বিরুদ্ধে কয়েকজনের জমি দখলের অভিযোগ উঠেছিল। এ নিয়ে সংবাদ সম্মেলনও হয়। এ ছাড়া কাউন্সিলর দুলাল প্রধানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
প্রথম আলো